প্রেমের কবিতা / দাউদ হায়দার
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEixa66FnQ3ZGJXZqa3y2hbrultSQdZYixVRicGXtkV4afLLJe9r9TxyPyOm1fB-9G9xawNJqMc14WdWc5IiVFsqgXOoqwLQeVD9-zV-IGqL_a0oh4qLLvSJiIkHUULFxk29nkwpZghqZ_2bNESb-URZWAzgG9eU6J4T0ITImfOfJ_mnaDEHARRwYia0/w376-h275/Pamar%20Kobita%20Cover.jpg)
প্রেমের কবিতা দাউদ হায়দার মূল্য : ২৫০/= ২৫% কমিশন বাদে মূল : ১৮৭.৫০/= কবি দাউদ হায়দার ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পাবনা জেলাতে জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে নির্বাসিত হন তিনি। বর্তমানে জার্মানিতে বসবাস করছেন। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে জন্মই আমার আজন্ম পাপ, সম্পন্ন মানুষ নই, যে দেশে সবাই অন্ধ প্রভৃতি। একজন দাউদ হায়দার ও ‘জন্মই আমার আজন্ম পাপ’ দাউদ হায়দার একজন বাংলাদেশি বাঙালি কবি, লেখক ও সাংবাদিক। যিনি ১৯৭৪ খ্রিষ্টাব্দে দেশ থেকে নির্বাসনের পর বর্তমানে জার্মানিতে নির্বাসিত জীবন যাপন করছেন। তিনি বর্তমানে একজন ব্রডকাস্টিং সাংবাদিক। দাউদ হায়দার সত্তর দশকের একজন আধুনিক কবি। তাঁর বিখ্যাত কাব্যের নাম ‘জন্মই আমার আজন্ম পাপ’। সত্তর দশকের শুরুর দিকে দাউদ হায়দার দৈনিক সংবাদের সাহিত্য পাতার সম্পাদক ছিলেন। ১৯৭৩ সালে লন্ডন সোসাইটি ফর পোয়েট্রি দাউদ হায়দারের কোন এক কবিতাকে “দ্যা বেস্ট পোয়েম অব এশিয়া” সম্মানে ভুষিত করেছিল। সংবাদের সাহিত্যপাতায় 'কালো সূর্যের কালো জ্যোৎসায় কালো বন্যায়' নামে একটি কবিতা লিখেছিলেন। ধারণা করা হয়ে থাকে, তাঁর ওই কবিতায় হযরত মুহাম্মদ (স...