নির্বাচিত গল্প মুন্সী প্রেমচান্দ

 

নির্বাচিত গল্প মুন্সী প্রেমচান্দ
সম্পাদনা : ইরাজ হায়দার
মূল্য : ৪০০/=
২৫% কমিশন বাদে মূল্য : ৩০০/=
মুন্সি প্রেমচাঁদ (৩১ জুলাই ১৮৮০ - ৮ অক্টোবর ১৯৩৬) আধুনিক হিন্দি এবং উর্দু ভাষার অন্যতম সফল লেখক। তিনি ছিলেন উপমহাদেশের অন্যতম স্বনামধন্য সাহিত্যিক এবং বিংশ শতাব্দীর ভারতীয় লেখকদের মধ্যে অন্যতম অগ্রগামী লেখক। আধুনিক হিন্দি ভাষা ও উর্দু ভাষার অন্যতম সফল লেখক প্রেমচাঁদ ভারতের উত্তর প্রদেশে জন্মগ্রহণ করেন। ৮ অক্টোবর, ১৯৩৬ ভারতের বারানসিতে মৃত্যু। মুন্সী প্রেমচাঁদ উর্দু ও হিন্দি সাহিত্যের স্বনামধন্য কথাশিল্পী। তার আসল নাম ধনপত রায়। তবে মুন্সী প্রেমচাঁদ নামেই তিনি পরিচিত। তাকে জীবনবাদী সাহিত্যিক বলা হয়। হিন্দি সাহিত্যে ‘উপন্যাস-সম্রাট’ হিসেবে খ্যাত প্রেমচাঁদকে আধুনিক হিন্দি সাহিত্যের জনক বলেও অভিহিত করা হয়। ১৯১০ সালে বড়ে ঘরকী বেটি প্রকাশিত হলে উর্দু সাহিত্যে তিনি স্থায়ী আসন লাভ করেন। তার সর্বশ্রেষ্ঠ উপন্যাস গোদান । তার প্রায় যাবতীয় সাহিত্যকর্ম বাংলা ভাষায় অনূদিত ও বহুল পঠিত। কর্মজীবন উল্লেখযোগ্য রচনা তাঁর রচিত উল্লেখযোগ্য রচনা গুলো হল প্রেম পঁচিশি,প্রেম বত্তিশি,খাক পরোয়ানা,খোয়াব ও খেয়াল,ফেরদৌসে খেয়াল,প্রেম চল্লিশি, আখেরি তোফাহ, যাদরাহ, নির্মলা ইত্যাদি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাঙালী জীবনে রমণী / নীরদচন্দ্র চৌধুরী

শ্রেষ্ঠগল্প সমরেশ বসু

মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী / ড. মজহারুল ইসলাম