জেলে ত্রিশ বছর
![ছবি](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgQt92Y7SmltfrvG2ZIReVxNcvaHbBrk752_wFRrhyphenhyphenwMRwJMyN66bR0cRcOp2efFEk1N_et2jq8OeLypwvoMcCKVOCOyTHt5hCx-s1ZLXkYo9VqtUYmYpGZzzh1RejnABZhv_3yh8XGKOQ8oL5nWva6rUWVPG0Gck1FvkINqfjtMHOhJJ-uYYZXv3ugSFQ/s320/IMG-20231230-WA0011.jpg)
জেলে ত্রিশ বছর ব্রিটিশ: পাক-ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস মূল্য: ৭০০/= জেলে ত্রিশ বছর ব্রিটিশ: পাক-ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস হচ্ছে ত্রৈলোক্যনাথ চক্রবর্তী রচিত আত্মজীবনীমূলক গ্রন্থ। বইটি ১৯৫৩ সালে প্রথম প্রকাশিত হয় এবং ব্যক্তিগত উদ্যোগে লেখক নিজেই প্রকাশ করেন। বইটির তৎকালীন একমাত্র বিক্রয় পরিবেশক ছিলেন প্রখ্যাত শিশুসাহিত্যিক মোহাম্মদ নাসির আলীর প্রতিষ্ঠিত নওরোজ। জেলে ত্রিশ বছর বইটি তদানীন্তন পাকিস্তান সরকার নিষিদ্ধ ও বাজেয়াপ্ত ঘোষণা করে। এই বইয়ে আন্দামানের সেলুলার জেলের বন্দিদের জীবনের মর্মস্পর্শী বিবরণ আছে। আন্দামানের বন্দি জীবন ছিলো অমানবিক ও দুঃসহ। প্রায় জনমানবহীন দ্বীপের মধ্যে বিচ্ছিন্ন অবস্থায় ছোট ছোট সেলে আবদ্ধ থাকার সশ্রম দণ্ডে অনেকেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতেন, কেউ কেউ আত্মহত্যা পর্যন্ত করতেন। উক্ত বইটিতে তার সংগৃহীত ৩২০ জন বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের আলোকচিত্র আছে। এর সাথে আছে বহু বিপ্লবীর নাম, নিবাস, সংক্ষিপ্ত পরিচয় ও বিপ্লবী কর্মকান্ডের বিবরন। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম আকর গ্রন্থ হিসেবে এই...